
নাজিম আল হাসান রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলার বরকল উপজেলার ৪ নং ভুষণছড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়নের ভান্ডারীপাড়াস্থ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীর বাড়িতে এই কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল জলিল, ৪ নং ভুষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আইয়ুব আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন
সভাপতি: জাহেরা বেগম,সিনিয়র সহ-সভাপতি: শেফালী বেগম,সাধারণ সম্পাদক: বিউটি বেগম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: পারভিন বেগম,সাংগঠনিক সম্পাদক: কল্পনা চাকমা
অনুষ্ঠানে বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী এবং সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন। আসন্ন নির্বাচনে ঐক্য বজায় রেখে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান অতিথিরা।সভা শেষে নবগঠিত মহিলা দল কমিটির নেত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন ভুষণছড়া ইউনিয়ন মহিলা দলের এই নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের সাংগঠনিক শক্তি আরও একধাপ এগিয়ে গেল। নারী নেত্রীদের শক্তিশালী ও সক্রিয় ভূমিকা আগামী দিনের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটির নেত্রীবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।
আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাঠে-ময়দানে দলের পক্ষে সচেতনতা সৃষ্টি, ভোটারদের সাথে যোগাযোগ এবং সংগঠনের শক্তি প্রদর্শনে মহিলা দলের ভূমিকা অপরিহার্য।
Leave a Reply