চট্টগ্রামের রাঙ্গুনিয়া গোচরা চৌমুহনী পৌরসভা মার্কেট সংলগ্ন স্থানে পূর্ব দিক থেকে আসা দুজন বাইক আরোহী দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১১ বছরের এক শিশুকে ধাক্কা দিলে বাইক আরোহীরা মোটর বাইক সহ পাশের নদীতে পড়ে যায়।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পথচারী ছেলেটি নাম মোঃ আইমন(১১) তার বাড়ি পৌরসভা ১নং ওয়ার্ড নোয়াগাঁও লস্কর তালুকদার বাড়ির মোঃ আব্দুল ছোবাহানের ছেলে। পরিবারের ৪ ভাই এক বোন। অন্য দিকে বাইক আরোহীদের প্রাথমিক ভাবে কোন পরিচয় পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় তাদেরকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্থানীয়রা বলেন তারা বেড়াতে রাঙ্গামাটি গিয়েছিল, আসার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পৌরসভা মার্কেটের মা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জানান—- বাইকের গতি ৬০ ওপরে ছিল বাইকের কোন লাইট ছিল না। পূর্ব দিক থেকে আসা বাইকটি কাপ্তাই সড়কের ব্রিজের উপরে একটি বিকট শব্দ হয়, বাইকের গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশ দিয়ে বাজার নিয়ে বাড়ি যাচ্ছিন মোঃ আইমন বাইক তাকে ধাক্কা দিলে ১০ হাত দূরে ছিটকে পড়েন। বাইক আরোহী তাদের বাইক সহ দুজন পাশের নদীতে পড়ে যায়। আমরা এবং স্থানীয়রা সহ তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি।
মোঃ আইমন পৌরসভা ১নং ওয়ার্ড মধ্যম নোয়াগাঁও
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার মেজ ভাই মোহাম্মদ ফারহান জানাই আমার ভাই ঘরের প্রয়োজনীয় বাজার নিয়ে রাস্তার একপাশ দিয়ে বাড়ি ফিরছিল। ভাইয়ের দুর্ঘটনার খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে দেখি তাকে মেডিকেলে নেওয়া হচ্ছে আমরা মোটরবাইকটি জব্দ করেছি।
Leave a Reply