ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর এলাকা থেকে চার হাজার পিস ইয়াবা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে মিরপুর -১০ গোলচত্বর এলাকা থেকে আল আমিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা পারস্পরিক যোগসাজশে দীর্ঘদিন ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply