
বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগরীর টেকনিক্যাল এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন সাংবাদিক মনির হোসেন। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যদের বেধড়ক মারধরে তিনি রক্তাক্ত জখম ও পা ভাঙার গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক মনির হোসেন জানান,“আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য টেকনিক্যালে পৌঁছালে খুব সাধারণ একটি বিষয় নিয়ে পুলিশ আমাকে গতিরোধ করে। তখন আমি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি।
কিন্তু কোনো কথা না শুনেই পুলিশ আমাকে অতর্কিতভাবে মারতে শুরু করে। তিনজন পুলিশ আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করলে আমার পা ভেঙে যায়। আমি প্রচণ্ড ব্যথা ও রক্তাক্ত জখম নিয়ে মাটিতে লুটিয়ে পড়ি।”
তিনি আরও বলেন,“আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এ ধরনের বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং আইনের শাসনের জন্যও অশনিসংকেত। ঘটনার সাথে জড়িত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
Leave a Reply