
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো মুন্সিগঞ্জ জেলার দামুরহুদা থানার কারপাইডাঙ্গা গ্রামের মৃত আঃ রফিকের ছেলে মোঃ হারুন অর রশিদ (৪৮), লৌহজং থানার মৃত শাহাবুদ্দীনের ছেলে মোঃ মজিবর রহমান (৬৫), চুয়াডাঙ্গা জেলার সদর থানার দৌলতদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আঃ লতিফ (৬৫), ঝালকাঠি জেলার রাজাপুর থানার উত্তর উত্তমপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৮)।
আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট।
এরই ধারাবাহিকতায় আজ ১৮ জুলাই ২০২১ বিকেল ৫.৪০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার শিরোইল গ্রামের ববি কুঠির ১০১ নং বাসার দ্বিতীয় তলার ড্রয়িং রুম হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
                                                
Leave a Reply