শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে দ্রুর্ত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন। ধোবাউড়ায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক জন গ্রেফতার”” জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গলাচিপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতন, নিন্দার ঝড় চুয়াডাঙ্গা জেলা গড়াইটুপি ইউনিয়নে মাধ্যমিক বিদ্যালয়ে সুধী ও অভিভাবক সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি ঝিনাইদহে আলোচিত ব্যবসায়ী তোয়াজ উদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ঝিনাইদহের শৈলকুপায় ৪টি সার ডিলারকে জরিমানা! গলাচিপায় লাউগাছের চারা খাওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ১

‎রাজশাহীর দূর্গাপুর উপজেলায় কৃষি (পার্টনার) কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭২ বার পঠিত

দূর্গাপুর প্রতিনিধিঃ
মোঃ ইসমাইল হোসেন (নবী)

রাজশাহীর দূর্গাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

(গত‎ ১৩ মে, মঙ্গলবার) উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমা।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী এর জেলা প্রশিক্ষণ অফিসার মো: আমিরুল ইসলাম।

‎উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী এর সভাপতিত্বে ও অতিরিক্ত  কৃষি অফিসার মো: ফরিদ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস অফিসার মো: তানজিমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আ ন ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো: আসগর আলী ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: ইয়াসিন আলী।

‎প্রধান অতিথি মোছা: উম্মে ছালমা তার বক্তব্যে আরও বলেন, পার্টনার কংগ্রেসের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহারিক কৃষিতে কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়ানো সম্ভব। নতুন উদ্ভাবিত প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণের উপর জোর দিয়ে কৃষিকে লাভজনক করা সম্ভব। পাশাপাশি তিনি অপরিকল্পিত সার ও বালাইনাশকের ব্যবহার বন্ধ করতে কৃষকদের পরামর্শ দেন।

‎অনুষ্ঠানের শুরুতে কৃষি সম্প্রসারণ অফিসার মো: তোহিদুর রহমান কৃষকদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেন৷ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ নিজ নিজ দপ্তরের কার্যক্রম নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন ও কৃষকদের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরেন।

‎অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিথি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।
‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিস, দূর্গাপুর এর বিভিন্ন ব্লকে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

‎উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া।
‎উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী উৎসবমূখর পরিবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com