আজ রাত ৭:৩০মিনিটের সময় রাজশাহীর হরিয়ান ইউনিয়নের মোসলেমের মোড়ে বিট পুলিশিং উঠান বৈঠক ও বাজার কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয় ॥
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোসলেমের মোড়ের বাজার কমিটির সভাপতি মোঃ রহমত আলী সহ কমিটির সকল সদস্য,চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু(ইউপি),মোঃ আমিনুল ইসলাম(এএসআই),মোঃ আব্দুল হাকিম সরকার(এসআই)- কাটাখালী থানা(আর.এম.পি) রাজশাহী সহ ব্যাবসায়ীগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন ॥
এছাড়া আমিনুল (এএসআই)বলেন আমি জনগনের পাশে আছি আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসুন পাশে পাবেন॥
তিনি আরও বলেন# আপনাদের এলাকায় কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে দাফন দিবার আগে নিকটস্থ থানা,ইউএনও,জেলা প্রশাসক কে অবহিত করুন তার দাফন সহিদের সহিত রাষ্ট্রীয় মযর্াদায় হবে॥
#ব্যাবহিত মোবাইল ফোন না কিনার পরামশর্ দেন॥
# কোনো ব্যাক্তি(অপরিচিত) কেউ ফোন করে আপনাকে বললে আপনার(অমুক) ব্যাক্তি বা আত্তিয় এক্সেডেন্ড করেছে তাকে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হবে বিকাশে টাকা দেন তাহলে না দিবার পরামশর্ দেন এবং নিকটবর্তী থানায় বা ৩৩৩ ফোন দিয়ে জেনে নিন ঐ এলাকায় দূর্ঘটনা ঘটছে কি না॥
# কোনো অপরিচিত ব্যাক্তি যদি ফোন কর থানার পরিচয় দেয় এবং টাকা দাবি করে তাহলে দিবেন না এবং থানায় জানানোর জন্য বলা হলো॥
উল্লেখ্য: ইভটিজিং, মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,যৌতুক,পারিবারিক সহিনসতা,সাইবার বুলোং,প্রতারণা,পরিবেশ দূষণসহ সকল সামাজিক কার্যক্রম মোট আলোচনা কারা হয়॥
Leave a Reply