নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য রোল মডেল হিসেবে গড়ে উঠেছে। একসময় নানা অভিযোগ ও দুর্নীতির আড়ালে ঢাকা থাকলেও এখন সিভিল সার্জনের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় হাসপাতালটি দুর্নীতিমুক্ত হয়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছে।
কর্তৃপক্ষ জানায়, এখানে বন্দিদের জরুরি সেবা বাড়ানো হয়েছে। নিয়মিতভাবে বিনা খরচে এইচআইভি/এইডস, সিফিলিস ও যক্ষ্মার পরীক্ষা করা হচ্ছে। মাদকসেবনকারীরা কারাগারে প্রবেশের পর তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অসুস্থ বন্দিদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিনা খরচে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুধু বন্দিরাই নয়, বহির্বিভাগে কর্মরত স্টাফদেরও বিনা খরচে বিভিন্ন অপারেশন করা হয়েছে যা অতীতে নজিরবিহীন।
যেখানে হাসপাতালে চারজন ডাক্তার থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র দুইজন ডাক্তার দিয়েই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ডা. আরফিন সাব্বির, ডা. রাবেয়া বশরী এবং ডিপ্লোমা নার্স মাসুদের নেতৃত্বে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ডা. আরফিন সাব্বির বলেন, আমি ২০২৩ সালে যোগদান করি। শুরু থেকেই হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নিয়মিত রোগী দেখি এবং সব ধরনের ওষুধ সরবরাহ করে থাকি আমরা।
সব মিলিয়ে বন্দি ও স্টাফদের স্বাস্থ্যসেবা এখন ভোগান্তিমুক্ত। সেবার মান ও স্বচ্ছতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল ইতোমধ্যেই দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Leave a Reply