নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাটের বনকিশোর বাজারে অভিযান চালিয়ে গতকাল রাতে ২ টি দেশিয় ওয়ান শুটারগান, ৫০০ গ্রাম হেরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও একটি এপাসি মোটরসাইকেল সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় এ অভিযান সংক্রান্ত এক প্রেস বিফিং করেন রাজশাহী পুলিশক সুপার মোঃ সাইফুর রহমান।
গ্রেফতারকৃত অভিযুক্ত রাজশাহী গজলার চারঘাট থানার ঝিকরা গ্রামের মোঃ নকিম উদ্দিনের ছেলে মোঃ সেলিম আলী।
এ সময় পুলিশ সুপার মো: সাইফুর রহমান জানান, গতকাল রাত ১১ টা ৩০ মিনিটে চারঘাট থানার বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো: সেলিম আলী পলায়নকালে গতকাল দিবাগত রাতের ১২ টা ৩০ মিনিটে তার দেহ তল্লাশি করে দুটি অ্যামুনেশন দুটি দেশিয় ওয়ান শুটার গান,বাদামি রঙয়ের ৫০০ গ্রাম হিরোইন, ৫২ বোতল ফেনসিডিল, অস্ত্র ও মাদক ব্যবহারের কাজে ব্যবহৃত Appache RTR-160 CC মডেলের একটি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের নামে চারঘাট থানায় অস্ত্র ও মাদক ব্যবসার অপরাধে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে।
এছাড়াও প্রেস ব্রিফিং শেষে বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোট ২১ টি উদ্ধারকৃত মোবাইল ফোন তাদের মালিকদের হাতে হস্তান্তর করেন পুলিশ সুপার।
Leave a Reply