শিরোনাম :
রাঙ্গাবালীতে স্লুইস গেট ভেঙ্গে অকেজো, পানির অভাবে দুই হাজার একর আমন ধান হুমকির মূখে,কৃষকের মাঝে হতাশা ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের অভিযোগ — এসআই জিয়াউর রহমানের দ্রুত অভিযানে শিক্ষক গ্রেপ্তার ও আদালতে প্রেরণ চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় এক রাতে প্রায় ৩০০ পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা! বাগান মালিক নিঃস্ব, গ্রামজুড়ে কান্না ও ক্ষোভের ঝড় আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা’র অষ্টম তম বর্ষপূর্তি অনুষ্ঠান জলঢাকা ঝোরো বৃষ্টিতে আমন ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি বৈরী আবহাওয়া দু : চিন্তায় দিন গুনছে নীলফামারীর আলু চাষিরা ৮ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্ভরতার প্রতীক মোঃ হায়দার খান নাগর ৩৫ বছর যাবত সেবামুখী নেতৃত্বে কাজ করে যাচ্ছে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পাঁচ বাচ্চার মর্মান্তিক মৃত্যু।

রাজশাহী বিভাগে একদিনে ৩২ হাজার ৮৮০ জন করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে টিকা নিয়েছেন

মোঃমাসুদ আলী (পুলক)রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৮২ বার পঠিত

রাজশাহী বিভাগে একদিনে ৩২ হাজার ৮৮০ জন করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। বিভাগের জেলা ও রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মিলে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩২ হাজার ২৩ জন। এছাড়া জেলাগুলোতে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮৫৭ জন। শুধু রাসিকে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৪৯০ জন নারী ও পুরুষ। আর রাসিকের ওয়ার্ডগুলোতে ১ হাজার ৯১৩ জন পুরুষ ও ১ হাজার ৫৭৭ জন নারী করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে দেখা গেছে- রাজশাহী জেলার চেয়ে নগরে করোনার টিকা নিয়েছেন বেশি মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী বিভাগের জেলাগুলোতে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২৮ হাজার ৫৩৩ জন নারী ও পুরুষ। এদিন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৫ হাজার ৪৭২ জন পুরুষ ও নারী ১৩ হাজার ৬১ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩৮৮ জন পুরুষ ও ৪৬৯ জন নারী।

এতে বলা হয়- রাজশাহীতে ৩ হাজার ৯২ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫৬ জন পুরুষ ও ১ হাজার ৪৩৬ জন নারী। চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৯৯২ জনের মধ্যে ১ হাজার ১৩৭ জন পুরুষ ও ৮৫৫ জন নারীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া ২৫ জন পুরুষ ও ৫০ জন নারী মিলে ৭৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

বিভাগের নাটোর জেলায় ১ হাজার ৯৩০ জন পুরুষ ও ১ হাজার ৮২৩ জন নারী মিলে ৩ হাজার ৭৫৩ জন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ১৮ জন পুরুষ ও ২৬ জন নারী মিলে ৪৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। নওগাঁ ১ হাজার ৯৩৮ জন পুরুষ ও ১ হাজার ৭৫৫ জন নারী মিলে ৩ হাজার ৬৯৩ জন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ২৯ জন পুরুষ ও ৫২ জন নারী মিলে ৮১ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। পাবনা ২ হাজার ৯৪৮ জন পুরুষ ও ২ হাজার ৩৯৭ জন নারী মিলে ৫ হাজার ৩৪৫ জন করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী মিলে ৩৮ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিক্যাল ইনফরমেশন সার্ভিসেস) জানিয়েছে, এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের ৪২৬ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এমআইএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার পর্যন্ত সারা দেশে ৯ লাখ ৬ হাজার ৩৩ জন নিয়েছেন টিকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com