আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী’র ট্রেনিং স্কুলে Training on “Firing of Arms” (৯ম ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Training on “Firing of Arms” (৯ম ব্যাচ) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। Training on “Firing of Arms” এর ৬ দিন ব্যাপি এই কোর্সে ৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বক্তব্যের শুরুতেই আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভাষার মাসে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান। অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন প্রশিক্ষণ পেশাদারিত্বকে শানিত করে। এ কারনে নিরবিচ্ছিন্ন ও উচ্চমানের সেবা সুনিশ্চিত করার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নাই।
তিনি তাঁর বক্তব্যে আরো বলেন Hands Free পুলিশিং প্রবর্ধনের জন্য আমরা যে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছি তাঁর সফলতা নির্ভর করছে আপনাদের উপর।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন যে, তিনি বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এর সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলেছেন। অতি শিঘ্রই হাতে কলমে সারদাতে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন যে, মাননীয় আইজিপি মহোদয় বলেছেন যে, আমাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। পুলিশ হবে জনগণের সেবক। আইজিপি মহোদয়ের এই বাণীকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে।
পরিশেষে সকল প্রশিক্ষণার্থীদের সুস্বাস্থ্য কমনা করে এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য শুভকামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক), জনাব আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান সহ উর্দ্বতন অফিসারগণ।
Leave a Reply