৫ ফেব্রুয়ারী ২০২১ইং
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী ব্যুরোঃ–
রাজশাহীতে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে জাবেদ ও আবেদ গত কাল রাতে রাজীব চত্ত্বর হতে নতুন বিলসিমলা ঘোরা চত্ত্বনে গত ২৬ ফেব্রুয়ারী সমায় আনুমানিক রাত ০৯ টা ৩০ মিনিট মোঃ সাব্বির নামে এক কলেজ ছাত্রকে রাস্তায় ভেরিগেট দিয়ে অভিনবো কাদায় চাত্রকে মারধর করে গলায় থাকা সোনার চেন ও হাতের আন্টি ছিনতাই করে ও ছাত্রের ব্যবহৃত পালসার মটর বাইটি ছিনতাই এর সময় গাড়ি চাবি না পেয়ে মটর বাইকটি ভাংচুর করে এই বাহিনি সাথে সর্ব সময় প্রই ৮/১০ জানব নিয়ে দুই সহদর ভই মহরে তান্ডব চালিয়ে থাকে কলেজ ছাত্রকে জীবন নাশের হুমকি প্রদান করে যে আমাকে চিনিস আমি সরকারি দলের রাইট হ্যান দেশের আইন আমার ডান পকেটে আর দেশের পুলিশ আমার বাম পকটে সহধর ভাই জাবেদ বলেন আমি সেই জাবেদ বিরোধী দলের নেতা রাজশাহী বাসি আমাকে বোমা জাবেদ নামে চেনে ও জানে এই ব্যপারে যদি তুই কারও কাছে বা কোন ব্যক্তিকে বলিস তো তোর চৌদ্দপুরুষ কে বাড়ি ঘর সহ বোমা মেরে উড়িয়ে দেবো বলে প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।
রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার জাবেদ এর বিরুদ্ধে বোমাবাজি, ছিন্তাই, চাঁদাবাজি সহ ডজন মামলা রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
তাদের বিরুদ্ধে সংক্লিষ্ট প্রশাসন যেন তদন্তপূর্বক
আইনগত ব্যবস্থা নেয় সে সুদৃষ্টি কামনা করছি।
Leave a Reply