ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঝালকাঠির আমিরাবাদ এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। গাড়িটি বরিশালের দিকে যাচ্ছিল। এতে গাড়ি চালক ও ইউএনও আহত হয়েছেন।
তবে এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল বলেন, ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে। গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েও ইউএনও মহোদয়ে তেমন কোনো ক্ষতি হয়নি তিনি সুস্থ আছেন। এ ঘটনায় অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন। ইউএনও মহোদয় সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply