রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
মাসুদ রানা লেমন, স্টাফ রিপোর্টার ::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয় এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) শাহারিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,ওসি গুলফামুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা তুলে ধরেন। পরে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় ২১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply