সবুজ সাহা,লক্ষ্মীপুরঃ এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর জেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। শ্রমিক সংকট তেমন একটা নেই বলে আগামী এক সপ্তাহের মধ্যেই পুরোদমে আমন ধান কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা।
রামগতি উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সরকার জানান এবার রামগতি উপজেলায় চলতি মৌসুমে২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।এখন পর্যন্ত ১৫/২০শতাংশ জমির ধান কাটা হয়েছে।যার উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে ৪/১ শতাংশ থেকে ৪/৩ শতাংশ । এদিকে ফলন ভালো হলেও ধানের ন্যায্যমূল্য নিয়ে তিনি কিছু বলতে পারছেন না।
ধানের ফলন ভালো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এবার এখন মাত্র ১৫/২০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে না পড়লে লক্ষ্যমাত্রার বেশি ধান উৎপাদন হবে। তিনি আরো জানান বীজ রোপন পর প্রদর্শনী প্লট পরিদর্শনে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষি বিভাগের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কৃষকের সুবিধা-অসুবিধা দেখছেন এবং সমস্যা সমাধান করছেন।
রামগতি কয়েকটি গ্রামের খবর নিয়ে কৃষকদের থেকে জানান যায়, চলতি মৌসুমে এক কৃষক ৫২ একর জমিতে আমন ধানের আবাদ করেছেন ফসল পেয়েছেন ২৫ মন ধান যা পেয়ে তিনি খুব খুশি । গ্রামের ধান কাটার শ্রমিকরা চুক্তিতে ধান কাটছে।তবে বাম্পার ফলন হলেও সরকার ঘোষিত ধানের দাম তারা পাবেন কিনা এই নিয়ে চিন্তিত কৃষকরা। কৃষক পর্যায়ে ধান কেনার জোর দাবি জানান প্রায় কৃষক পরিবার ।
Leave a Reply