সবুজ সাহাঃ রামগতি পৌরসভার নির্বাচনে নৌকা জয়যুক্ত হওয়া নেতাকর্মীদের আনন্দের কমতি নেই।ফলাফল দেওয়ার পর পর আনন্দ মিছিল বের করেন বিজয়ী মেয়র এবং কাউন্সিলরা।
নেতাকর্মীরা জানান খুবই সুন্দর সুষ্ঠুভাবে ভোটদান পরিচালিত হয়েছে।রামগতি পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র মেজবাহ উদ্দিন মেজু।কাউন্সিলরের মধ্যে ১নং ওয়ার্ডে জয়নাল আবেদীন(সাবেক),২ নং ওয়ার্ডে তাপস পাল(নতুন),৩ নং ওয়ার্ডে নিজাম উদ্দিন(সাবেক),৪ নং ওয়ার্ডে নুর নবী(নতুন),৫ নং ওয়ার্ডে মোঃ শাহাদাত(সাবেক),৬ নং ওয়ার্ডে নেছার উদ্দিন(নতুন),৭ নং ওয়ার্ডে খন্দকার দিদার(সাবেক),৮ নং ওয়ার্ডে আল আমিন(সাবেক)
৯ নং ওয়ার্ডে মোঃ বাবলু(নতুন) নির্বাচিত হয়েছেন।
মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ ওয়ার্ডে,গীতা রানী দাস(সাবেক),৪,৫,৬ ওয়ার্ডে আকলিমা(সাবেক),৭,৮,৯ ওয়ার্ডে নাছিমা চশমা(সাবেক)।
Leave a Reply