অভিজিৎ কুমার
(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ একটি বাসা থেকে কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রবিবার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মাসুদ রানা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা নাগ পাড়ায় নিহত কবিতা নাগ তাঁর স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগ কে নিয়ে বসবাস করতেন। শনিবার সকালে একসাথে রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় আকাশ বিশ্বাস। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে তাঁরা।
নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কয়েকদিন হলো হতাশা গ্রস্থ ছিলো। সে মাঝে মধ্যেই আত্মহত্যা করতে চাইতো। এমনকি সে তাঁর স্কুলের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার জন্য কীটনাশক ট্যাবলেট কেনার চেষ্টাও করে।
চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৬ জুলাই কবিতা নাগ স্কুলে হতাশাগ্রস্থ অবস্থায় পিয়ন কামরুল ইসলামকে কীটনাশক ট্যাবলেট আনার কথা বলে। পরে বিষয়টি পিয়ন কামরুল ইসলাম আমাদের সকলকে অবহিত করে। পরে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবিতা নাগের পরিবারকে অবহিত করি।
ওসি কে.এম মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply