সুনামগঞ্জের প্রখ্যাত আইনজীবী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক ও হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আদালনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এতে হাজারো ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীরা নামাযে জানাজায় অংশগ্রহন শেষে মরহুমের মরদেহ শহরের ষোলঘর জামে মসজিদ প্রাঙ্গনে তৃতীয় নামাযে জানাজায় শেষে ষোলঘর কবরস্থানে তাকে দাফন করা হয়। তারঁ জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, দেওয়ান এমদাদ রাজা চৌধুরী, পুলিন বখত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মমিন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের হাজারো নেতাকর্মী। এর আগে তার কর্মস্থল সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মুখে মরহুমের প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি গত বুধবার দুপুর হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি সুনামগঞ্জ শহরের একজন পরিচিত ও প্রতিবাদী মানুষ ছিলন।
বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মানান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
এক শোকবার্তায় তারা জানান,বজলুল মজিদ খসরু ছিলেন হাওরের জেলা সুনামগঞ্জ’র মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি জেলা বাসীর যেকোনো আদালন সংগ্রামে অগ্রভাগের সৈনিক ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রাম দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে মুক্তিযোদ্ধ করেছেন। তার অবদান জেলা বাসী আজীবন মনে রাখবে। তারা এই বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply