বেলকুচিতে র্যাবের অভিযানে ৫শ’ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে র্যাব-১২’র একটি দল বেলকুচির রাজাপুর ইউনিয়নের মকিমপুর গ্রামস্থ মকিমপুর কওমি মাদ্রাসার পশ্চিম পাশের ফাকা জায়গায় অভিযান চালিয়ে ৫শ’ পিচ ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এসময় মাদক ক্রয় বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী বেলকুচির মকিমপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৮)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply