সবুজ সাহা লক্ষ্মীপুরঃদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির চলছে। এ কর্মসূচি শুরু হয় গত ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ সাল পর্যন্ত লক্ষ্মীপুর উপজেলার পর্যায়ে সকল কেন্দ্রে টিকা প্রদান দেওয়া হবে ।পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপপরিচালক ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা মোঃ আশফাকুর রহমান, লক্ষ্মীপুর মঙ্গলবার সকাল জাতীয় দৈনিক দিন প্রতিদিন সংবাদকর্মীকে এ তথ্য জানান।
তিনি আরো বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে হাম -রুবেলা টিকাদান কর্মসূচি করে থাকে ।
রামগতি উপজেলা কয়েকটি গ্রামের টিকা কেন্দ্রে ঘুরে দেখা মেলে ৯মাস থেকে ১০ বছর শিশুদের টিকা প্রধান করছেন স্বাস্থ্য কর্মী গন ।
লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় মোঃ সানাউল্লাহ সুপার ইন্টিনা (EPI) জানান লক্ষ্মীপুর জেলায় প্রায় ৫২১৩টি কেন্দ্রে রয়েছে উক্ত কেন্দ্রে প্রায় ৫২৯৯৬৬ জন শিশুদের৫২৯৯৬৬ টিকা প্রধান করা হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তিনি আরো জানান হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা জন্য উপজেলা পর্যায় ৩টি করে কেন্দ্র করে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
Leave a Reply