সবুজ সাহা লক্ষ্মীপুরঃ গত সাপ্তাহ থেকে লক্ষ্মীপুর জেলায় বয়ে যাচ্ছে তীব্র কুয়াশা পাশাপাশি বাড়তে থাকে শীত। এমন কুয়াশা খুবই অসুবিধায় হামাগুড়ি খাচ্ছেন গাড়ির চালক সহ সকল কৃষক, শ্রমজীবি মানুষরা, থমকে যাচ্ছে জনজীবন।এরকম তীব্র শীতের মোকাবেলার মতো প্রস্তুতি বাংলাদেশের মানুষের থাকে না। এ কারণেই মানুষকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে”ইতো মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন, সংস্থা এবং সমাজসেবী, জনপ্রতিনিধি যারা আছেন তাহারা সমাজের দুঃস্থ গরিবের জন্য কম্বল সহ শীতের পোশাক বিতরণ করেন তবু ও সর্বত্র এই তীব্র শীতের প্রকোপে কাবু হয়ে পড়েছে মানুষ।যেখানে সাধারণত মাঘ মাসেও শীতের তীব্রতা ততটা অনুভব করা যায় না, সেখানেও শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন।এরই মাঝে শীতের প্রকোপ বাড়াতে করোনা ভাইরাসে আতঙ্কে হয়ে আছে মানুষ।একই সাথে একের পর এক বন্ধের নোটিশ পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন স্কুল, কলেজের ছাত্রছাত্রী।
Leave a Reply