মোঃ ইকবাল মোরশেদঃ ইতি মধ্যে ১৪ ডিসেম্বর সোমবার ৩য় ধাপে আসন্ন পৌর নির্বাচনের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন ।সেই অনুযায়ী ৩০ জানুয়ারী লাকসাম পৌরসভা নির্বাচন।লাকসাম পৌরসভায় মোট ৯টি ওয়ার্ডে ২১টি ভোট কেন্দ্রে পরুষ ২৪ হাজার ৫শ ১৬ ও মহিলা ২৪ হাজার ১শ ৯৩জন ভোটার ভোট দিবে।তফসিল ঘোষনা অনুযায়ী মনোয়ণ পত্রের জমার শেষ তারিখ ৩১ ডিসেম্বর,বাচাই ৩রা জানুয়ারী প্রত্যাহার ১০ই জানুয়ারী,আসন্ন পৌড়সভার এ নির্বাচনে মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নিতে হবে,
২য়বারে মত স্থানীয় নির্বাচনে সরাসরি দলীয় প্রতীকে হবে এ নির্বাচন। জাতীয় নির্বাচনের মত নিবন্ধিত দলগুলোই এ নির্বাচনে অংশ নিবে,
নির্বাচন ঘিরে পৌরবাসীর আগ্রহের শেষ নেই। চায়ের দোকানে বসে চা খেতে খেতে মাধারন ভোটারদের আলচনা করছে কে হবে আমাদের মেয়র ও কাউন্সিলর,
সরকারি-বেসরকারি দপ্তরসহ স্যোশাল মিডিয়ায় আলোচনা-বিচার-বিশ্নেষণ একটাই-কে পাচ্ছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন। এ নির্বাচনে অনেকটাই তৎপর শাসকদলের সম্ভাব্য প্রার্থীরা থাকলেও প্রতিপক্ষ বিরোধীরা রয়েছে অনেকটা কৌসুলী ভূমিকায় আছে,
তবে কয়েকদিনের মধ্যে প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চুড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে ধারণা করছেন অনেকেই,
তবে আওয়ামীলীগের দলীয় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে কেন্দ্রীয় হাইকমান্ড যাকে দলীয় প্রতীকে মনোনয়ন দিবে সকল নেতাকর্মী তারই নির্বাচন করতে হবে এটাই স্বাভাবিক,
কিন্তু মাঠ পর্যায়ে পর্দার অন্তরালে ঘটতে পারে নাটকীয় কিছু ঘোটনা,
তফসিল ঘোষনার পর থেকে প্রার্থীরা চোখের ঘুম হারাম করে ছুটছেন এলাকার ভোটারদের কাছে গ্রামগুন্জেের চায়ের দোকানে রাস্তা গাটে মানুষের মুখে মুখে,
আসলে মুল কথা হলো জমে উঠেছে লাকসামের নির্বাচনী হাওয়া,
তবে আওয়ামী লীগ দলীয় ভাবে যাকে মনোনয়ন দেয়া সেই হবে নৌকার মাঝি। বর্তমান নির্বাচনী বিধিমালায় অনুযায়ী বিদ্রোহী প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই বলে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা পড়েছেন মহা টেনশনে পরেছেন প্রার্থীরা,
তবুও বসে নেই সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ,
এদিকে লাকসাম পৌরসভার স্থানীয় লোকজন বলছেন বিগত দিনে যারা উন্নয়ন করেছে এবং এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন আমরা এবারো আমরা মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম এমপি কাছে তাদেরকে নমিনেশন দিবে বলে আমরা আসা করছি ইনশাআল্লাহ,
আবার পাশাপাশি চলছে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে চুল ছিড়া হিসাব নিকাশ ও নানাহ সমীকরন।
আওয়ামীলীগ থেকে মনোনয় লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও লাকসাম বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস হচ্ছে বৃহত্তর কুমিল্লা আওয়ামীলীগের সিংহপরুষ খ্যাত মরহুম খোরশেদ আলম সরুজ ভাইয়ের ছোট ভাই,
যিনি বৃহত্তর লাকসামের আওয়ামী লীগের ত্যাগি ও পরিক্ষিত নেতা। এ অঞ্চলে আওয়ামীলীগের জন্য যার পরিবারের অবদান অতুলনীয়।
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান পুরো উপজেলায় ব্যাপক উন্নয়ন, তার বলিষ্ঠ নেতৃত্বে দলকে সুশৃঙ্খল রাখা ও দলকে পৌরসভার সহ পুরো উপজেলায় সুসংগঠিত রেখেছেন ইনশাআল্লাহ,
যার কারনে দলের তৃণমূল অধিকাংশ নেতা-কমীরা মহব্বত আলীকে নৌকার মাঝি হিসাবে দেখতে চান,
কিন্ত স্থানীয় সরকার মন্ত্রীর এলাকা হওয়া মন্ত্রীর অবদানে পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে,
কিন্ত নিজের ব্যক্তিত্ব এবং পৌর মেয়র আবুল খায়ের সাধারণ ভোটাদের কাছে খুবই জনপ্রিয়,
অপর দিকে এডভোকেট রফিকুল ইসলাম হিরা দলের আন্দোলন সংগ্রামের কঠিন দিনে দলের খেটছেন,
Leave a Reply