মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব।
স্টাফঃরিপোর্টারঃলালমনিরহাট।
লালমনিরহাটের পুলিশ সুপার মোঃতরিকুল ইসলামের নির্দেশনা অনুয়ায়ী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়ে, লালমনিরহাটের হাতিবান্ধা থানার ০৬নং ওয়ার্ডের দইখাওয়া মৌজায়,গতকাল রোজ শুক্রবার ০১/০৮/২০২৫ তারিখে মোনা চেয়ারম্যানের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে (০১) আসামী আক্কাস আলী (৩০)কে আটক করা হয় এবং ১৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়।এছাড়াও উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়ে হাতিবান্ধা থানার দোয়ানি পিত্তিফাটা মৌজায় তিস্তাব্যারেজ প্রকল্পে পুলিশ চেকপোস্টে বড়খাতা বাজার থেকে তিস্তাব্যারেজ গামী,পাকা রাস্তার উপর থেকে (০২)আসামী মোঃরাশেল হোসেন (২৯)আটক করা হয় এবং ০১কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, উল্লেখ্যিত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply