মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।মাদক কারবারীদের রয়েছে (১)মোঃ শাহিন (২৯) ঈদগাঁও ভোমরিয়া ঘোনার মোঃ ইলিয়াছ এর পুত্র, (২)মোঃ ওমর ফারুক (২১) টেকনাফ হোয়াইক্যাং যিমংখালী এলাকার আবুল কালামের পুত্র ও (৩) মোঃ আব্দুল্লাহ (১৯) একই এলাকার আকবর এর পুত্র।মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড মুহুরী পাড়া কেএম কমপ্লেক্স এন্ড রেসিডেন্স এর সামনেনঅভিযান চালিয়ে তাদের আটক করা হয় জানান। এসময় তাদের দেহ তল্লাশী করে ৯ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply