অনলাইন মার্কেট প্লাস সেবা
সিরাজগঞ্জ জেলার অন্তরগত
শাহজাদপুর উপজেলা ও থনায় ‘প্রয়োজনের প্রিয়জন’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা শাহজাদপুর’ নামক অনলাইন কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল মিটিংয়ে সেবা শাহজাদপুরের শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু।
সেবা শাহজাদপুরের চেয়ারম্যান এম.জি. চৌধুরী শুভ্র’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, বিশিষ্ট ব্যাবসায়ী এবং সমাজ সেবক শাহবাজ খান সানি, সাংবাদিক আল আমিন হোসেন, জহুরুল ইসলাম, ফারুক হাসান কাহার, মাসুদ মোশাররফসহ সেবা শাহজাদপুরের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে অনলাইন বাজার সারা পৃথিবীতেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে, তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শিল্পসমৃদ্ধ ভরপুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর উপজেলা সেবা শাহজাদপুর অনলাইন বাজার এর কার্যক্রম খুবই প্রশংসিত হবে বলে মনে করছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শাহজাদপুর এর সেবা বাজার চলে যাচ্ছে গ্রাহকের বাড়িতে। আপনার প্রয়োজনে ও আমরা আছি। ফোন দিন ০১৯৪৪৪০৮৯৪১ অথবা ম্যাসেঞ্জারে লিখে পাঠিয়ে দিন। সেবা শাহজাদপুরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
Leave a Reply