কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরের স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতার সাথে কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সঞ্চলনায় মঙ্গলবার দুপুরে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে এ মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক মিলন, আসমত রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা কে,এম নাছির উদ্দীন, শামসুল হক , উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গণি চৌধুরী শুভ্র সহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়, সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি এখন বিশ্বের একজন সমাদৃত নেতা। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুজোগ দিন। শেখ হাসিনা দেশকে আরো এগিয়ে নিয়ে যাবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Leave a Reply