কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের সফল অভিযানে সংঘবদ্ধ অটো বাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ৬ জনকে আটক ও ছিনতাইকৃত অটো বাইক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহজাদপুর থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ১লা নভেম্বর সন্ধ্যায় আটককৃত আসামিদের কয়েক জন যাত্রী সেজে উদ্ধারকৃত বোরাক গাড়িটি রিজার্ভ ভাড়া নিয়ে শাহজাদপুর থানার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে পরে ডেমরা থেকে বাঘাবাড়িগামী পাকা রাস্তা সংলগ্ন চরাচিথুলিয়া জামে মসজিদের কাছে নির্জন স্থানে চালককে জুসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ালে গাড়ি চালক অজ্ঞান হয়ে যায় এ সময় আসামিরা চালককে রাস্তার পাশে ফেলে রেখে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ বোরাক গাড়িটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় জনগণ রাস্তার ধারে জঙ্গলে পড়ে থাকা অজ্ঞান অবস্থায় অটো চালককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনার পরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী সহ শাহজাদপুর থানাপুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাতে পূনরায় ছিনতাইয়ের পরিকল্পনা কালে অটো বাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ ২ জনকে সিরাজ প্লাজা নামক আবাসিক হোটেল থেকে আটক করা হয় বাকি ৪ জনকে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আটককৃত আসামিরা হলো ১. মোঃ আশরাফুল গ্রাম:খোসালপুর, থানা:মিঠাপুকুর,জেলা:রংপুর,২.মোঃ শামীম,পিতা- মন্টু মিয়া,গ্রাম:চওরাবাজার,থানা:সৈয়দপুর,জেলা:নীলফামারী। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি ৪ জন ৩. মো: শাহআলম (৩৫),পিতা-মৃত ইউসুফ মোল্লা, গ্রাম: দত্তদরতা,৪. মো: আবু সাঈদ (৪৪),পিতা-মৃত ছানোয়ার গ্রাম:চর জামিরতা, ৫. মোঃ জুলমত আলী (৪২),পিতা-মো: আঃ রশিদ, গ্রাম: কাংলাকান্দা, থানা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ,৬.মো: জিয়াউর রহমান জিয়া (৪২),পিতা-মৃত ইউনুস আলী গ্রাম: হরিপুর, থানা:সিরাজগঞ্জ সদর,জেলা : সিরাজগঞ্জ এর ব্যক্তি মালিকানাধীন গ্যারেজে গোপনে সংরক্ষিত অবস্থায় ছিনতাইকৃত দুইটি অটো বাইক উদ্ধারসহ তাকে আটক করা হয়।
Leave a Reply