কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যাবহার সুস্থ সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, ইভটিজিং,বাল্য বিবাহ ও যৌতুক নিরোধ সংক্রান্ত এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির উপকার ভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, ইউনিসেফ শাহজাদপুর উপজেলা সমন্নয়ক আব্দুল হালিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানানান তিনি। শেষে বিভাগীয় কমিশনার কে ক্রেষ্ট প্রদান করা হয় ।
Leave a Reply