জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামে ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আসলাম ফকির (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। রোববার গভীর রাতে শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত কিশোর ওই গ্রামের কছিম উদ্দীন ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার শাইলগুন কুশার পুকুর গুচ্ছগ্রামের খননকৃত একটি পুকুরে ৫ বছরের এক কন্যা শিশু খেলা-ধূলা করছিল। এ সময় আশেপাশে কেউ না থাকায় আসলাম তাকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি তার চাচাতো বোন দেখে ফেলে তাদের চড়-থাপ্পর মেরে বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটি তার মা-বাবাকে ঘটনাটি খুলে বললে ২৩ ফেব্রুয়ারী তার বাবা বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মালেক বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় অভিযুক্ত কিশোর আসলামকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দি গ্রহনের পর আদালতের মাধ্যমে জেল হাজত কিংবা সংশোধ নাগারে পাঠানো হবে।
Leave a Reply