করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খল পরিবেশে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় পূজা উদযাপন পর্ষদ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে শৈলকুপা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গোৎসবের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য দেন শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা ফায়ার সার্ভিসের সাব-অফিসার অমল কুমার কৃষ্ণ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনদ কুমার, সাধারণ সম্পাদক কালী প্রসাদ প্রমুখ।
এ ছাড়া শৈলকুপা পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর, ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, পূজা উদযাপন পর্ষদ এবং স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলায় এবারও ১১৩টি স্থায়ী অস্থায়ী মণ্ডপে পূজা উদযাপন হবে। শান্তিপূর্ণভাবে নিরাপত্তা বলয়ে পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে শৈলকুপা থানা পুলিশ।
Leave a Reply