শ্যামনগরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে রবিউল ইসলাম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগষ্ট)বেলা ১০টার দিকে নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানায় স্থানীয় বাজারে পিতার সাথে ভাঁজা বিক্রির কাজ করতেন রবিউল। বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ঘর থেকে বাইরে না আসায় পরিবারের সদস্যরা ডাকতে যেয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে মতৃদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা রবিউল আত্মহত্যা করেছে বলে দাবি করায় ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
Leave a Reply