সাতক্ষীরা জেলার শ্যামনগরে মাদকদ্রবসহ পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ নাজমুল হুদা সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে, এসআই (নিঃ) রিপন মল্লিক ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে আমিনুর মোল্যা (৩১), শ্যামনগর উপজেলার খলিসাবুনিয়া গ্রামের ইব্রাহিম ঢালীর ছেলে ইসমাইল ঢালী (৩৮) ও একই গ্রামের আব্দুল গাজী’র ছেলে আমানউল্যা গাজী (২৬) কে গ্রেফতার করেন। অপরদিকে ২০পিচ ইয়াবা সহ কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আরশাদ আলী’র ছেলে শেখ কামরুল হাসান (৩০)ও একই গ্রামের শেখ মোর্শেদ আলী’র ছেলে মোঃ ফরিদ হোসেন (২৫) কে আটক করেন। আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ রোববার (২০ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
Leave a Reply