শিরোনাম :
ধোকা দিয়ে অধ্যক্ষকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার অভিযোগ এই শিরোনামে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ ধামইরহাটে মারামারি ও বিস্ফোরণ মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা কলেজ শিক্ষক জসিম সিন্ডিকেটের অবৈধ ঔষধ ও চোরাই মোবাইলের রমরমা বাণিজ্য !! শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা আহবায়ক মোঃ নাসির উদ্দিন এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম ধামইরহাটে আজাদী সন্ধ্যায় মানুষের ঢল সাতক্ষীরায় ৯ মাস বেতন পাচ্ছেন না ৪২০ শিক্ষক শাহজাদপুর প্রেস ক্লাবে উসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে ধামইরহাটে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ।

এ উপলক্ষে সকালে শহরের কলেজপাড়ার দুর্গা মন্দির চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে কলেজপাড়া সনাতন সংঘের সভাপতি বীরেন্দ্র নাথ দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সাংবাদিক দীপক কুমার পালসহ অন্যান্যরা।

অপরদিকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের ভিএইড রোডস্থ কালিবাড়ি নাট মন্দির চত্বরে জন্মষ্টমী উদযাপন উপ-কমিটির আহবায়ক বিমল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুজন প্রসাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্ত, পৌরসভার সাবেক মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য রণজিৎ বকসী সূর্য্য, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com