আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধিঃ কর্মস্থল থেকে বাড়িতে ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক প্রকৌশলী। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুর আড়াইটার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনোয়ারা কম্পোজিট মিলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আমিনুল ইসলাম জুয়েল ( ৩২)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি নোমান গ্রুপের নাইস ডেনিম কারখানায় সহকারী ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
মাওনা হাইওেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনোয়ারা কম্পোজিট মিলের পূর্ব পাশে ঢাকাগামী সিয়াম পরিবহনের বাসের ধাক্কায় আমিনুল ইসলাম জুয়েল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান হাইওয়ে থানা পুলিশ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমা উল হুসনা জানান, রোববার বিকেল সাড়ে তিনটায় মৃত অবস্থায় জুয়েলকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
Leave a Reply