চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্ধমুখি সম্প্রসারিত ভবন ও দুইটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আজ বিকেল ৩টায় উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিকেল সাড়ে ৩টায় সাতগাঁও ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিকেল সাড়ে ৪টায় সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর এবং আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। প্রসঙ্গত আমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায ৫৭ লক্ষ টাকা ব্যয়ে, ছনখলা প্রাথমিক বিদ্যালয় ৯৭ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে এবং সাঁতগাঁও প্রাথমিক বিদ্যালয় ৪২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
Leave a Reply