অদ্য (১০ নভেম্বর) রোজ মঙ্গলবার করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণকারী শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ মরহুম শফিকুল আলম’র বড় ছেলে ও ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার সাইফুল আলম রুমন’র বড় ভাই মুহাইমিন আলম সুমন এর জানাযা ও দাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী জানান- কলেজ রোডের সুমন ভাই মাউন্ট এডুরা হসপিটালে বেলা ৩টায় করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করলে বিশিষ্ট সাংবাদিক জনাব কাওছার ইকবাল ও মৃতব্যক্তির পরিবারের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করলে আমি তৎক্ষণাৎ তাদের বাসায় উপস্থিত হই এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম মহোদয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরীকে অবগত করি।
উনারা আমাকে আমাদের টিম নিয়ে দাফন-কাফন সম্পন্ন করতে নির্দেশ দেন। অতঃপর ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সদস্যবৃন্দকে খবর করলে সংগঠনের কবর খনন টিমপ্রধান মোঃ হারুন মিয়া তাঁর সাথী সুরুজ মিয়া,ছাব্বির মিয়া ও আঃ রহীম মিয়াকে নিয়ে সন্ধ্যা ৬টায় কবর খনন শুরু করেন এবং আমাদের সদস্যবৃন্দকে নিয়ে রাত ১০টায় আমরা মৃতব্যক্তির জানাযা ও দাফন সম্পন্ন করি। জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন- ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী,সহ-সভাপতি দৈনিক জনসংগ্রাম পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ জালাল উদ্দিন,সেক্রেটারি খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল শাখা পরিচালক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ,সহ-অর্থ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাঈমুল ইসলাম হেলাল ও অন্যতম সদস্য জনাব আহমদ আলী প্রমুখ।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মৃতব্যক্তির আত্মীদের মধ্যথেকে জানাযায় অংশগ্রহণ করেন উনার ছোট ভাই সাইফুল আলম রুমন,রেজাউল ইসলাম রেজা ও হাফেজ রেজাউল করীম সহ কয়েকজন। জানাযার নামাযের ইমামতি করেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সেক্রেটারি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ। সংগঠনের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন- এটা ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর ৮ম দাফন। এর আগে ৬টি দাফন-কাফন ও একটি সৎকার সম্পন্ন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা মানব সেবায় সবসময় প্রস্তুত রয়েছি।
Leave a Reply