মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২৭ টি গৃহনির্মাণ কাজের শুভ উদ্ধোধন হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে গৃহনির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন। এ সময় উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ।
এর আগে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান , ইউপি চেয়ারম্যান বৃন্দ, টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রসঙ্গত: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শ্রীমঙ্গল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৩০০ গৃহ নির্মান করা হবে। এতে প্রতি গৃহে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা এবং সর্বমোট ব্যয় হবে ৫ কোটি ১৩ লাখ টাকা।
Leave a Reply