ইলিয়াস কামাল বাবুঃ সন্দ্বীপে বেসরকারী সংগঠন ইপসা ‘ র উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সহায়ক প্রকল্পের এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।২৬ নভেম্বর, বৃহষপতিবার,সকাল ১১ টায় কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধি চাকমা। ইপসা ‘ র সন্দ্বীপ অফিসের সমন্বয়কারী মোঃ শাহীনুর রহমানের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা রাজীব আচার্য্য,রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মাষ্টার ইলিয়াছ খান,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।সভার শুরুতে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ইপসা ও অভিবাসন প্রকল্পের লক্ষ্য,উদ্দ্যেশ্য ও কার্যক্রম উপস্থাপন করেন – ইপসা ‘ র প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুর। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক পরিষদ,সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি- ইলিয়াস কামাল বাবু,ইপসা কর্মকর্তা-মেজবাউল আলম,মফিজুর রহমান,নাজমুল আলম,আবুল কাশেম, রহমতপুর ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।সভায় আলোচকগন বলেন- নিরাপদ অভিবাসন প্রকল্পের প্রধান কাজই হলো বিদেশ গমেনিচ্ছুকগনরা যেনো কোনো ভাবেই প্রতারিত না হন,সে বিষয়ে বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিতকরন এবং এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সর্বসাধারনের মাঝে জনসচেনতা গড়ে তোলা।
Leave a Reply