সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামে জন্মগ্রহনকারী শরীফ উদ্দীন সন্দ্বীপি সাংবাদিকতা দিয়েই শুরু করেন তার কর্মজীবন। দেশের স্বনামধন্য বেসরকারী টিভি চ্যানেল বাংলাভিশনের সন্দ্বীপ প্রতিনিধি ছিলেন। এখনও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিজ উদ্যোগে পরিচালনা করছেন।মানুষ ভূল- ত্রুটির উর্দ্ধে নয়,সমালোচনারও উর্দ্ধে নয়। সন্দ্বীপে একটি ছোট্ট ঘটনায় আলোচনা- সমালোচনার এক পর্যায়ে সাংবাদিক শরীফ উদ্দিন সন্দ্বীপি পাড়ি জমান স্বপ্নের দেশ আমেরিকায়। যদিও সন্দ্বীপের সেই অনাকাঙ্খিত ঘটনার সুন্দর পরিসমাপ্তি পরে আমার মাধ্যমেই হয়েছিলো।আমেরিকায় নিজ ব্যাবসা পরিচালনা করার পাশাপাশি সন্দ্বীপ ও চট্টগ্রামে তার হাতের ছোঁয়ায় গড়ে ওঠেছে সাংবাদিক সংগঠন ” বাংলাদেশ সাংবাদিক পরিষদ “(বিএসপি)। বিএসপি ‘র কেন্দ্রীয় সভাপতিহিসেবে তারই সাংগঠনিক তৎপরতায় গড়ে ওঠে সন্দ্বীপ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় শাখা কমিটি।শুধু সাংবাদিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকেনিজেকে ব্যাপৃত রাখেন মানব সেবায়,মানবকল্যাণে। সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির ব্যাক্তি উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক পরিষদ(বিএসপি) সন্দ্বীপ উপজেলা কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে সন্দ্বীপের প্রয়াত সাংবাদিক আল মুনছুর আমান ও সামছুল হুদা ‘র পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।শুধু তাই নয়,নিজ এলাকা সহ আশপাশের এলাকার মসজিদ-মক্তব-মাদ্রাসা ও বিবাহ-শাদীতে সাধ্যমতো সহযোগিতা দিয়েআসছেন। পবিত্র রমযান মাসে ও করোনা কালীন সময়েও তার যথাসাধ্য সহযোগিতাঅব্যাহত ছিলো।এ প্রসংগে কথা হয়, আমেরিকা প্রবাসী সাংবাদিক ও ব্যাবসায়ী শরীফ উদ্দিন সন্দ্বীপের সাথে। তিনি জানান- মহান আল্লাহ্ তাকে রুজির বরকত দেয়ায়, আল্লাহর শোকরিয়া আদায় করতেই তিনিমানব সেবায়, মানব কল্যাণে ব্রতী হয়েছেন। মানুষের উপকার হলে তার মন শান্তি পায়। তাই বিবেকের তাড়নায় তার এ সকল মানবিক উদ্যোগ। এর পেছনে অন্যকোনো উদ্দেশ্য কাজ করে না। তা তিনি সুস্পস্ট ভাবেই বললেন। যারাই তার দ্বারাউ পকৃত হয়েছেন তাদের কাছ থেকে তিনিশুধু দোয়া চেয়েছেন। মহান আল্লাহ্ যেনো আমৃত্যু তাকে মানুষের উপকারে নিয়েজিত
রাখেন এই দোয়াই চেয়েছেন সকলের কাছে।
————————————–
Leave a Reply