শিরোনাম :
প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ ও সাংগঠনিক সম্পাদক মিজান চিলমারীতে হেফাজতে ইসলামের কমিটি গঠন ধামইরহাটে পাবলিক স্টুডেন্টস এসোসিয়েশন কমিটি গঠন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য গ্রেফতার কোটচাঁদপুরে আগুনে ৩টি দোকান ভস্মীভূত প্রায় ৫/৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই মুরাদনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের প্রতিবাদে মানববন্ধন মিরপুরের সাবেক ডিসি জসিমকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ধামইরহাটে জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় কর্মশালা ধামইরহাটে স্কুল পর্যায়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব স্কুল প্রাঙ্গণ নিশ্চিতকরণের লক্ষ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

সাংবাদিকরাই সমীক্ষা: সঙ্গী হিসেবে সেরা অনুসন্ধানে উঠেছে গণমাধ্যম কর্মী শেরা

মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৬ বার পঠিত

সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে ভালোবাসার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে সাংবাদিকরাই সেরা অনুসন্ধানে উঠেছে। আর এর পেছনে নাকি একাধিক কারণও রয়েছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী, অন্য যে কোনো পেশার মানুষের চেয়ে সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অনেকটাই এগিয়ে। কারণ কাজের প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। ফলে যে কোনো জায়গার ঠিকানা জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় খুব সহজে।

উপরের এই দুটি ঘটনাই নয় প্রতিবেদক হিসেবে মাঠে যারা সাংবাদিকতা করেন এমন অভিজ্ঞতা এখন সবারই হয় কমবেশি৷ দিন যত যাচ্ছে মূল ধারার গণমাধ্যমগুলো নিয়ে অডিয়েন্সের নেতিবাচক ধারণা ততই প্রকট হচ্ছে৷ কিন্তু কেন? আজ থেকে ১০-১৫ বছর আগেও সাংবাদিকতা নিয়ে মানুষের ধারণা কি এতটা খারাপ ছিল? নিরাপত্তাহীনতা, চাকুরির অনিশ্চয়তা, অনিয়মিত বেতন এমন বিষয়গুলোতো আগেও ছিল, সেই সঙ্গে সাংবাদিকতা আর সাংবাদিকদের প্রতি মানুষের বিস্ময়মিশ্রিত শ্রদ্ধাবোধওতো ছিল৷

এ ছাড়া পেশার খাতিরে তাদের পড়াশোনাও করতে হয় প্রচুর। তাই যে কোনো বিষয়ের উপর মোটামুটি জ্ঞান তাদের থাকে।

এভাবে পাঠক-দর্শক প্রতারিত বোধ করতে শুরু করে৷ তারা ক্রমশ সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে ওঠে৷ মূল ধারার গণমাধ্যমের উপর আস্থাহীনতার জায়গায় ফেসবুক হয়ে যায় অনেকের সংবাদ ও তথ্যের প্রধান উৎস৷ অবস্থা এমন দাড়িয়েছে যে, কোনো একটি ঘটনায় মূলধারার গণমাধ্যম যতই সত্য তুলে ধরুক মানুষ ফেসবুকের গুজবেই বরং বেশি আস্থা রাখে৷

সাংবাদিকতা পেশায় সম্মান থাকলেও পারিশ্রমিক অন্য পেশার তুলনায় কম। শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন। টাকার চেয়ে সম্মান তাদের কাছে অনেক বড়।

সংবাদদাতা বা সাংবাদিকঃ- ( বাংলা উচ্চারণ: [সাংবাদিক] (ইংরেজি:
Journalist) বিভিন্ন স্থান, ক্ষেত্র, বিষয় ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহসহ বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহপূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করে থাকেন। পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে সাংবাদিকতায় সহায়তা করা। বিভিন্ন বয়সের পুরুষ কিংবা নারী সাংবাদিকতাকে অন্যতম মর্যাদাসম্পন্ন পেশারূপে বেছে নিচ্ছেন।

তিনি প্রতিবেদক হিসেবেও চিহ্নিত হয়ে থাকেন। যথাযথ গবেষণালব্ধ তথ্য, লেখনী এবং প্রতিবেদন রচনা করে তিনি গণমাধ্যমে উপস্থাপন করেন। মুদ্রিত মাধ্যমরূপে সংবাদপত্র, সাময়িকী; ইলেকট্রনিক মাধ্যম হিসেবে টেলিভিশন, রেডিও, প্রামাণ্যচিত্র এবং ডিজিটাল মাধ্যমরূপে অনলাইন সাংবাদিকতায় নিজস্ব সংবাদ প্রচার কিংবা নিজস্ব দৃষ্টিভঙ্গীতে নিরপেক্ষভাবে প্রতিবেদন উপস্থাপন করে থাকেন। একজন প্রতিবেদক তৃণমূল পর্যায় থেকে তথ্যের উৎসমূল অনুসন্ধান করেন, প্রয়োজনে সাক্ষাৎকার পর্ব গ্রহণ করেন, গবেষণায় সংশ্লিষ্ট থাকেন এবং অবশেষে প্রতিবেদন প্রণয়নে অগ্রসর হন। তথ্যের একীকরণ সাংবাদিকের কাজেরই অংশ, যা কখনো কখনো রিপোর্টিং বা প্রতিবেদন হিসেবে চিহ্নিত হয়ে থাকে। বৈপরীত্য চিত্র হিসেবে চাকুরীরত অবস্থায় প্রবন্ধ রচনা এরই অংশবিশেষ।

দুতার্তের দমনপীড়ন, কারাদণ্ড ভোগেও নুয়ে পড়েননি ফিলিপাইনের সাংবাদিকরা, সহকর্মীদের হত্যা-নির্যাতন দেখার পরও একজোট হয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করে রাষ্ট্র, প্রশাসনকে নাড়িয়ে দিচ্ছেন মেক্সিকান সাংবাদিকেরা, তুরস্কে এরদোয়ানের একচ্ছত্র ক্ষমতা চর্চার মধ্যেও নতুন নজির গড়ছে সেখানকার ডিজিটাল মিডিয়া, ট্রাম্পের ফেইক নিউজের অপবাদ আর হুমকি থোড়াই কেয়ার করছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিকেরা৷ তথ্যপ্রযুক্তির এই যুগে বাংলাদেশের গণমাধ্যম আর সাংবাদিকতাও আবির্ভূত হবে নতুন এক রূপে, এই স্বপ্ন কি বহুদূরে?

মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com