শিরোনাম :
লালন কণ্ঠ ফরিদা পারভীনের মৃত্যুতে জাতির শোক কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা ভোলায় জলসিড়ি সাহিত্য আসরের চতুর্থ আড্ডা অনুষ্ঠিত । মনপুরায় জেলেকে মারধর, বিচার না পেয়ে বিষপান করে আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৯০ বোতল স্কফ সিরাপ ও ০১টি মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ বোতল দেশী চোলাই মদ সহ ২ জন গ্রেফতার। সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব ইউসুফ মেম্বার গলাচিপায় ৩৮ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার নবীনগরে নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ কর্মশালা 

সাংবাদিক কে এম রুবেল জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী কিশোর গ্যাং।

সিনিয়র স্টাফ রিপোর্ট: মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৭১ বার পঠিত

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের সাংবাদিক কে এম রুবেল জাতীয় দৈনিক আলোকিত দেশ পত্রিকার সম্পাদক ও অনলাইন এ ডি টিভির চেয়ারম্যান কে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় ৭ মার্চ ২০২১ইং রাতের আধাঁরে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী কিশোর গ্যাং পথরোধ করে আক্রমন করে। সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালাগাল করে ও হুমকি দিয়ে বলে তুই আমাদের বিরুদ্ধে কোন নিউজ করতে পারবিনা এবং এলাকায় থাকতে পারবিনা, এলাকায় থাকলে তোকে আমরা জানে মেরে ফেলবো।
সাংবাদিক কে এম রুবেল জানান-অজ্ঞাত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সদস্যরা খুবই উশৃঙ্খল ও নেশাগস্ত ছিলো৷ ওরা সবসময় আমজাদহাট ইউনিয়ন গজারিয়া ও কিলাদিঘী বাজারের মধ্যখানে ব্রীজের উপর অবস্থান করে নিয়মিত পথচারীদের হয়রানি করে থাকে বলে অভিযোগ রয়েছে৷

প্রতিটি আনাছে-কানাছে সন্ত্রাসী কিশোর গ্যাং সক্রিয়, এদের উৎপাতে গ্রাম গন্জে -পাড়া মহল্লাবাসী -অতিষ্ঠ,মানুষকে ভয়-ভীতি চাকু দেখানো,এরা গ্রামে বিভিন্ন স্পট বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বসে-মেয়েদের ইভটিজিং,চাঁদাবাজি,ছিনতাই,মানুষদের অশ্লীল ভাষায় গালিগালাজ মারধর ও মারামারি এবং কথায় কথায় চুরিকাঘাত এদের পেশা,অলটাইম সবসময়-ইয়াবা,ফেনসিডিল,মদ,গাঞ্জা, ইত্যাদি,খেয়ে থাকে এদের নেশা হলো পেশা,এরা সমাজের মধ্যে করেনা এমন কোন কাজ নাই,এরা সব পারে,এদের উৎপাতের মাত্রা এত ভয়ংকর হয়েছে যে এদের ভয়ে মানুষ কাপে ভয়ে কেউ মূখ খুলতে নারাজ,কারন এদের বিরোধ্যে মুখ খুল্লে তাদের উপর হামলার প্রাণে মারার আশংকা থাকে তাই কোন ব্যক্তি এদের ভয়ে মুখ খুলতে চাচ্ছে না। সন্ত্রাসী কিশোর গ্যাং এদের নিজস্ব কোন রাজনৌতিক দল নেই।

এদের নিজস্ব কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও রাজনৈতিক পরিচয়ধারী বড় ভাইদের আশ্রয়ে,প্রশ্রয়ে এরা চলা ফেরা করে,বড় ভাইরা এলাকায় তাদের নিজেদের আধিপত্য বিস্তার বা বজায় রাখতে এদের পৃষ্ঠ-পোষকতা করে,এ অবুঝ শিশুদের নিজের বলয় সৃস্টি ও স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ব্যবহার করে থাকে,এখনি যদি এদের ব্যবস্থা নেওয়া না হয় তবে আমাদের সমাজ মানুষ ভেঙ্গে পড়বে, নেতা,দল ও দেশের যে ক্ষতি হবে তা ভয়াবহ রুপ ধারণ করবে।তাই সাধারণ মানুষের এ প্রত্যাশা অতি দ্রুত কর্তৃপক্ষ যথাযথ সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

উক্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যামন্য ব্যক্তিগণ অবগত রয়েছেন৷অজ্ঞাত এই সন্ত্রাসী কিশোর গ্যাং প্রশাসনিক ব্যবস্থা নিতে সাংবাদিক কেএম রুবেল ৮ই মে সরাসরি ফুলগাজী থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন৷ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন জানান-অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com