নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল শনিবার শাহজাদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এদিন সকাল ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, এমএ জাফর লিটন, মুমীদুজ্জামান জাহান, আল-আমিন হোসেন, সাগর বসাক, রাসেল সরকার, জহুরুল ইসলাম, এম এ হান্নান, মির্জা হুমায়ুন, মাহফুজুর রহমান মিলন, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার ৮ দিন পরও খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। উল্লখ্য, গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কি গুলিবিদ্ধ হয়ে মারা যান।##
Leave a Reply