নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে ১৯ ফেব্রুয়ারি আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির। বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর অংশ হিসেবে আজ বাকেরগঞ্জ উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সকল সাংবাদিকগন মহাসড়ক অবরোধ করে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে এই প্রতিবাদ সমাবেশ সারা দেশব্যাপী বিক্ষোভ এ পরিণত হওয়ার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে অংশ নেন, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সেলিম, যুগন্তর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জুয়েল তালুকদার, ইত্তেফাক পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা, বরিশাল ক্রাইম পত্রিকার প্রকাশক সম্পাদক এইচ এম শাহ আলম শাহ, আজকের সংবাদ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি বশির আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অরুন দাস, এশিয়ান টেলিভিশনের বাকেরগঞ্জ প্রতিনিধি উত্তম কুমার, ৭১ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি দিন মোহাম্মদ দিনু, এমটিভি ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন, বৈশাখী টিভির ক্যামেরাপারসন জুয়েল মৃধা, বাংলা টিভি বাকেরগঞ্জ প্রতিনিধি এস এম পলাশ, আজকের পরিবর্তন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি পলাশ হাওলাদার, ভোরের কুমিল্লা প্রতিনিধি জাহিদুল ইসলাম, প্রথম সকাল পত্রিকা স্টাফ রিপোর্টার জিয়াউল হক আকন, বরিশাল সমাচার পত্রিকা প্রতিনিধি মাসুদুর রহমান মোরশেদ, সময়ের দক্ষিণাঞ্চল নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক জহিরুল হক আকন, বার্তা সম্পাদক খান মেহেদী, বিশ্ব মানচিত্র পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, অালোকিত বরিশাল প্রতিনিধি বেল্লাল হোসেন রিয়াজ, মাতৃজগৎ পত্রিকা জেলা প্রতিনিধি আমির হোসেন, সময়ের দক্ষিণাঞ্চল নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার রিয়াজ হাওলাদার, স্টাফ রিপোর্টার রুবেল সিকদার প্রমুখ।
Leave a Reply