
বিশেষ প্রতিনিধি:
ঢাকা প্রেস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোঃ আজিজ মাহফুজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রেস ক্লাব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইস্তিয়াক আলী।
আন্তর্জাতিক প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও শোক প্রকাশ করেছেন— সমরেশ রায় (ভারত), আলহাজ্ব মোঃ সোহাগ (সৌদি আরব), শম্পা দাশ (ভারত), রিনজিন ওয়াংচুক ও শেরিং দর্জি (ভুটান), এন. বিথ্যাথরন ও মঙ্গলনাথ লিয়ানারাচ্চি (শ্রীলঙ্কা), রামাবহাদুর রাওয়াল ও কাশীন্দ্র শর্মা (নেপাল), কিয়াও সোয়ে ও কিয়াও মিও মিন (বার্মা), শরণজিৎ সিং, আহমেদ জৈনি কামারুজ্জামান (মালয়েশিয়া), মোহাম্মদ ফাহাদ আল-হারথি (সৌদি আরব), আন্দ্রে রিখটার, ক্রিস্টফ প্লেট, সোহেল সরকার (যুক্তরাজ্য), দিলীপ রায় (কলকাতা) এবং শেখ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।
এছাড়া যৌথ শোকবার্তায় শোক জানিয়েছেন— ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মিয়াজি সেলিম আহমেদ, তালুকদার রুমি, এফ. আই. ফারুক, মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, এম. এইচ. মোতালেব খান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, মানবাধিকার প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাসান, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা প্রেস ক্লাবের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিহাব উদ্দিন, সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম, ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সহ-সভাপতি মুন্সি জামিল উদ্দিন বাবু, আনিসুজ্জামান খোকন এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া প্রমুখ।
আন্তর্জাতিক প্রেস ক্লাব এবং পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন— “সাংবাদিক মোঃ আজিজ মাহফুজ ছিলেন দেশের সাংবাদিক সমাজের একজন পথপ্রদর্শক ও নির্ভীক কণ্ঠস্বর। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Leave a Reply