
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া ও তাকে হেনস্থ্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মুন্সিগঞ্জের সাংবাদিক নেতারা।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সকল সংবাদ কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর নাসীর উদ্দিনের সভাপতিত্বে এবং কোষাদক্ষ শেখ মো. শিমুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলজার হোসেন , সাবেক সভাপতি শহীদ ই হাসান, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা,প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। স্বাস্থ্য বিভাগের ভঙ্গুর অবস্থা,দুর্নীতি নিয়ে করোনা কালীন সময়ে বহু অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় তার উপর বর্বর হামলা চালিয়েছে সরকারী আমলারা। তাকে সেদিন নির্যাতন করা হলো সেটা সমগ্র বাংলাদেশকে নির্যাতন করার সামীল। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা,বানোয়াট।
সাংবাদিক নেতারা আরও বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েন। পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশের অনুসন্ধানী সাংবাদিকতাকে শেষ করে দিতে রোজিনা ইসলামের উপর এমন নির্যাতন করা হয়েছে। তাকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান সাংবাদিকরা।
সেই সাথে রোজিনাকে হেনস্তাকারী সচিবালয়ের সেই নারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিকনেতারা। এসময় সাংবাদিকরা বলেন, দুর্নীতিবাজ এসব আমলা নিজেদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করেছেন। ভেতর ঘাপটি মেরে বসে থাকা একদল কর্মকর্তা সরকারের সুনাম ক্ষুণ্ন করতে সাংবাদিকদের গায়ে হাত তুলছেন। তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
এছাড়াও এদিন মুন্সিগঞ্জের লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সাংবাদিকরা পৃথকভাবে নিজ প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
Leave a Reply