শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে।জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) মহিলা বিষয়ক সম্পাদিকা, একজন সাহসী কলম যোদ্ধা, সাংবাদিক শারমিন আরা’র জন্মদিনে৷ শুভেচ্ছা জানিয়েছেন।জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান শুভেচ্ছা বার্তায় তিনি বলেন আজ ০২’ই ডিসেম্বর ২০২৪) সোমবার, শারমিন আরা, সত আদর্শবান ও একজন সাহসি সাংবাদিক, আজকের এই শুভ দিনে, দোয়া করি।তোমার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, তোমার সকল উদ্দেশ্য সফল হোক, তোমার ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে। মহান আল্লাহ্ তা’য়ালা যেন তোমাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন।তোমার এই শুভ দিনে, মাতৃজগত পরিবার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ জন্মদিন।
Leave a Reply