তারিখ ২৪ ফেব্রুয়ারি বুধবার ২০২১ ইং।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে সহযোদ্ধা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।
বুধবার ২৪ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মোঃ রিয়াজ হোসাইন সোহাগ জোমাদ্দার (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মোঃ রনি খাঁন (ঢাকা প্রতিদিন), সদস্য গোলাম সরোয়ার মঞ্জু (৭১ বাংলা টিভি),সুমন কাজী (জাতীয় অর্থনীতি), মেহেদী হাসান মুবিন ( ইনকিলাব) ও অন্যান্য জাতীয় ও আঞ্চলীক পত্রিকার সাংবাদিকগন ও সাধারণ মানুষ।
এসময় সাংবাদিক মুজাক্কির হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন উপস্থিত বক্তারা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের হরতাল ও সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে ২১ ফেব্রুয়ারী রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply