গাইবান্ধা জেলার সাঘাটায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের লক্ষ্যে সাঘাটায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও রালী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ৮.৩০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম হল কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন’র সভাপতিত্বে অনুষ্ঠানে যুবলীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন ।
সাঘাটায় ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সকালে প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহি অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর,আওয়ামী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ আরো
জাহাঙ্গীর কবির বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের দ্বারা অনুপ্রাণিত হয়েই বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং এ দেশকে পাকিস্তানি সৈর শাসনের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিনত করেছিল। দেশ স্বাধীন হবার পর ৭১ এর পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয় নাই তারা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার প্রচেষ্টা চালিয়েছে। যুবলীগের নেতা- কর্মীদের তিনি সজাগ দৃষ্টি রেখে নেত্রীর নিরাপত্তা ও যুবলীগের সমাজের উৎপাদনের সহযাত্রী হিসাবে একসাথে কাজ করার পরামর্শ দেন। যুলীগলীগের প্রতিটি নেতাকর্মীকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নয়ন ও উৎপাদনে যুবলীগের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মোঃ সাহাবুল ইসলাম
০১৭১২-৩৬৫৩৩১
Leave a Reply