আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্রদের পাচারের চেষ্টাকালে জনতার হাতে পাচারকারী আটক হয়েছে।
সোমবার (১৬ জুন) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরা সদরের আলীপুরের তালবাড়িয়া ফজলুল উলুম কওমি মাদ্রাসা থেকে দুই শিশুকে ভুলভাল বুঝিয়ে পাচারের চেষ্টাকালে
সাতক্ষীরা সদরের আলীপুর বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যায়।
বাচ্চা দু’জনকে মাদ্রাসায় না পেয়ে শিক্ষকরা দুশ্চিন্তায় পড়ে যান এবং সাথে সাথে বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেন। অবশেষে স্থানীয়দের সহায়তায় আলীপুর বাস কাউন্টারে শিশুদের খুঁজে পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ১৬-০৬-২৫ তারিখ বিকাল ৫টার দিকে সাতক্ষীরা থানাধীন আলীপুর তালবাড়িয়া কওমি মাদ্রাসা হতে দুই শিশুকে ভুলভাল বুঝিয়ে দু’জন ব্যক্তি আলীপুর বাসস্ট্যান্ডে নিয়ে গেলে স্থানীয় লোকজন ওই দুজন লোককে কিডনাপার ভেবে গণপিটুনি দিয়ে তালবাড়িয়া কওমি মাদ্রাসায় নিয়ে যায়। উক্ত স্থান হতে পুলিশ দু’জন কিডন্যাপারকে গ্রেপ্তার করে করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের মো. ওয়াজেদ আলী গাজীর ছেলে মোস্তফা গাজী (৫০) ও সাতক্ষীরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মো. আব্দুল গফুর শেখের ছেলে মো. শওকত শেখ (৩৮)।
Leave a Reply