আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (০৫ জুন) সন্ধ্যায় সাতক্ষীরার আলিপুর হাটখোলা এলাকায় মাদক বিক্রির সময় তাকে আটক করা হয়। মো. আনোয়ার হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. সালাউদ্দিনের ছেলে এবং ভোমরা স্থলবন্দর এলাকার মাদকের কথিত গডফাদার হালিম মাষ্টারের সহযোগী।
বাংলাদেশ সেনাবাহিনী সাতক্ষীরা সদর ক্যাম্প সূত্রে জানা গেছে, ‘এফআইইউ (ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের) এর তথ্যের ভিত্তিতে মেজর ইফতেখার এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে ২৫ বোতল উইনক্রোক্স (ফেন্সিডিল) সহ আটক করা হয়।
Leave a Reply